বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বাগাদী-ঢালিরঘাট সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধে ইউএনও ও চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী-ঢালিরঘাট সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধে ১১৭ জন স্থানীয় এলাকাবাসী চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগাদী ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ঢালিরঘাট হতে বাগাদী পর্যন্ত চলাচলের রাস্তাটি শুধু জনসাধারণের চলাচলের উপযোগী, ভারী যানবাহন চলাচলের উপযোগী না। এ রাস্তা দিয়ে প্রতিদিন বহু ছাত্র-ছাত্রী বাগাদী গণি উচ্চ বিদ্যালয়, বাগাদী আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরা আদর্শ কিন্ডারগার্টেন, সানবীম ইন্টারন্যাশনাল স্কুলে আসা-যাওয়া করে থাকে। রাস্তার পাশেই বাগাদী ইউনিয়ন পরিষদের অবস্থান। ইউনিয়ন পরিষদে লোকজন এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করে থাকে। এমনকি রাস্তার দু’পাশে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এ রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে চিন্তিত থাকেন। এ রাস্তায় চলাচলকারী ভারী যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। কিন্তু ঢালিরঘাট হতে ভারী যানবাহনগুলো সিআইপি বেড়িবাঁধ সড়ক দিয়ে বাগাদী চৌরাস্তা হয়ে চলাচল করলে দুর্ঘটনা হাত থেকে রক্ষার পাশাপাশি সড়ক ধ্বংস হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়ে বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল গ্রাম পুলিশ দিয়ে সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধে বাঁশ টানিয়ে দিলে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু একটা অসাধু চক্র এ রাস্তায় পুনরায় ভারী যানবাহন চলাচল শুরু করার জন্য উঠে পরে লেগেছে। কিন্তু এ রাস্তায় কোমলমতি শিশুদের প্রাণহানির ঘটনা ঘটলে এর দায়ভার কে বহন করবে এমন প্রশ্ন এলাকাবাসীর।

একটি সূত্র জানায়, অসাধু চক্রটি ভারী যানবাহনের চালক ও মালিকদের সাথে আঁতাত করে রাস্তায় টানানো বাঁশ খুলে ভারী যানবাহন চলাচল করার জন্য উঠেপরে লেগেছে।

এ ব্যাপারে বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, দীর্ঘদিন রাস্তা দিয়ে অধিক ভারী যানবাহন চলাচল করে আসছে। যানবাহনগুলো বেপরোয়া চলাচল করে। ইতিমধ্যে দুর্ঘটনাও ঘটেছে। রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো একদিক থেকে একটি গাড়ি গেলে বিপরীত দিক থেকে গাড়ি আসতে পারে না। এ গাড়িগুলো এ রাস্তায় চলাচল অযোগ্য। এলাকার লোকজনের লিখিত অভিযোগ পেয়ে সড়কের উপর বাঁশ টানিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছি। এ রাস্তা দিয়ে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার কোমলমতি শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে পায়ে হেঁটে চলাচল করে থাকে। তাদের কথা চিন্তা করে অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। তারপরও উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়া জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়