প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![অশুভ শক্তিই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে](/assets/news_photos/2023/02/24/image-29974.jpg)
হাজীগঞ্জের বলাখালে শ্রীশ্রী গৌর গোপাল জিউর মন্দির ও আখড়া শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনকৃত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, আজ আমি আনন্দিত, গর্বিত একটি মহৎ কাজ করতে পেরেছি বলে। আমরা জানি, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমাদের সকল ধর্মে বলা আছে, সমাজে যারা অন্যায় করে এবং সমাজে যারা অশুভ শক্তি রয়েছে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমরা জানি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমাদের সকলের একটা লক্ষ্য থাকতে হবে যে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। যারা হানাহানি ও বিভেদ সৃষ্টি করে তারা সমাজের শত্রু। ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ধাপে ধাপে মহান শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। পরিশেষে আজকে যারা এতো সুন্দর করে আয়োজন করেছেন, তাদের সকলকে অভিবাদন জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন এবং চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি।
অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সমীর লাল দত্ত ও সঞ্চালনা করেন সুমন অধিকারী।