প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![মেঘনা নদীতে নৌ-পুলিশের অভিযানে ৭ বাল্কহেড জব্দ](/assets/news_photos/2023/02/23/image-29939.jpeg)
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার আওতাধীন ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি চতুর্থ পর্যায়ের বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুর নৌ সীমানাসহ শরীয়তপুর অংশে জাটকা রক্ষা কর্মসূচি সফল করার লক্ষ্যে নদীতে চলাচলরত অবৈধ বালুবাহী বাল্কহেডের ওপর অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানকালে ৭টি অবৈধ বাল্কহেড ও ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌপুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালায় নৌ পুলিশ। সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, অভিযানের সময় কাগজপত্র সঠিক না থাকায় ৭টি বাল্কহেড এবং পদ্মা-মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে অবৈধ ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নৌ পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান জানান, আমরা অত্যন্ত সফলতার সাথে সব সময় অভিযান পরিচালনা করে থাকি। পূর্বে মা ইলিশ রক্ষা অভিযানে আমরা সাফল্য অর্জন করেছি। যার কারণে ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবার চাঁদপুরে পদ্মা-মেঘনায় মার্চণ্ডএপ্রিল দুইমাস জাটকা রক্ষায় ৭০টি স্পীডবোটে দেড় হাজার পুলিশ নিয়োজিত থাকবে।
নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুজ্জামান, চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানসহ পুলিশ সদস্যবৃন্দ অভিযানে অংশ নেন।