প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![শাহতলী জিলানী চিশতী কলেজে মহান শহিদ দিবস উদযাপন](/assets/news_photos/2023/02/23/image-29938.jpeg)
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, আজকের দিনটি আমাদের সকলের জন্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন প্রজন্মকে এ দিবসের পটভূমি ও তাৎপর্য সম্পর্কে জানতে হবে।
২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী, ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য ও কবিতা আবৃত্তি করে জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আফরিন আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহেলা আক্তার ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার।
উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জিয়াউর রহমান, প্রভাষক নূরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোঃ হানিফ মিয়া, মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ মানিক মিয়াসহ অন্যরা।
হিদদের স্মরণে সোহেল রুশদীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস ও সড়ক প্রদক্ষিণ করে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।