বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পালিশারা উবিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ উপজেলার পালিশারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, শারীরিক ও মানসিক স্বস্তির জন্যে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলায় বাংলাদেশ এখন আরেক ধাপ এগিয়ে। উন্নয়নের একটি রোল মডেল এখন বাংলাদেশ।

অতিথিদের বক্তব্য শেষে পালিশারা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩১টি ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে মোট ৯৩টি পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে বিভিন্ন গান-নাচ, নাটক, অভিনয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে মঞ্চ জমায় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম সুমন প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়, অভিভাবক সদস্য আল আমিন, আনিছুজ্জামান ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইদ্রিছ মজুমদারের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়