প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![বঙ্গবন্ধু লেখক পরিষদের কার্যকরী পরিষদের সভা](/assets/news_photos/2023/02/21/image-29880.jpg)
১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমীতে বঙ্গবন্ধু লেখক পরিষদ চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের পরিচালনায় ও সভাপতি সামীম আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক শেখ মহিউদ্দিন রাসেল, হাওয়াইন গিটার শিল্পী দিলীপ কুমার ঘোষ, কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, সাংবাদিক শ্যামল সরকার, মোঃ রুহুল আমিন, মোঃ মনির হোসেন খান, গিটারিস্ট মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
সভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লেখ্যযোগ্য কর্মসূচি হলো : একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে অংশগ্রহণ ও শহিদদের স্মরণে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ২৬ ফেব্রুয়ারি আলোচনা সভা, হাওয়াইন গিটার সন্ধ্যা ও কবিতা আবৃত্তি। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সামীম আহমেদ খান।