বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বালিয়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য নেছার আহমেদ তালুকদারের শপথগ্রহণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নেছার আহমেদ তালুকদার।

সোমবার (২০ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ শেষে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদারকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্যাহ পাটওয়ারী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য দিপু মিজি, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কাদির গাজী, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পিয়ারা বেগম এবং ইউপি সচিব তাছলিমা বেগম উপস্থিত ছিলেন।

নেছার আহমেদ তালুকদার সাবেক ইউপি সদস্য। তিনি নিজ কর্মদক্ষতায় ও সাধারণ মানুষের সেবায় নিজকে দীর্ঘ বছর জড়িরে রাখেন এবং এখনো আছেন। যার ফলে তার শপথগ্রহণ অনুষ্ঠানে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা পরিষদে উপস্থিত হন।

নেছার আহমেদ তালুকদার জানান, ২০২১ সালের ১১ নভেম্বর বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পূর্বে যাচাই বাছাইয়ের সময় ৫নং ওয়ার্ড থেকে আমি এবং মোঃ আহসান তালুকদার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম। আহসান তালুকদার ঋণ খেলাপী হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে আপিলের সুযোগ পান। সেখানেও তিনি নিজকে ঋণ খেলাপী মুক্ত করতে না পারায় নির্বাচনের যোগ্যতা হারান। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ২৭ অক্টোবর আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এরপর মোঃ আহসান তালুকদার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হলেও তিনি ১ নভেম্বর নিজে ঋণ খেলাপী এবং আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তথ্য গোপন রেখে উচ্চ আদালতে একটি রীট করেন। আদালত রীট গ্রহণ করে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারকে নির্বাচন করার সুযোগ দিতে আদেশ দেন। এরপর আমি ৬ নভেম্বর রীটের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল বিভাগের চেম্বার আদালতে আপিল করি। চেম্বার আদালত আহসান তালুকদারের রীট ৬ সপ্তাহের জন্যে স্থগিত করেন। ১০ নভেম্বর রাতে অর্থাৎ নির্বাচনের আগের রাত রিটার্নিং কর্মকর্তা ৫নং ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় নির্বাচন হবে না মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৬ সপ্তাহের স্থগিতাদেশ চেম্বার আদালত আপিল বিভাগের ফুলবেঞ্চে শুনানির জন্য পাঠায়। ফুল বেঞ্চের শুনানিতে চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখে আহসান তালুকদারের করা রীটের রুল নিস্পত্তি করার জন্য উচ্চ আদালতে প্রেরণ করেন। ২২ নভেম্বর ২০২২ তারিখে রীট নিষ্পত্তির জন্যে শুনানি হয় এবং আহসান তালুকদারের রীট বাতিল হয়। যার ফলে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আহসান তালুকদারের ঋণ খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল বহাল হয়। আদালতের আদেশ অনুযায়ী চলতি বছরের ১৫ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে নির্বাচিত ঘোষণা করেন এবং ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ হয়। সে আলোকে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ইউপি সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়