বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

একটি মানবিক আবেদন : জীবন বাঁচাতে এগিয়ে আসুন
অনলাইন ডেস্ক

আমাদের প্রিয় শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় হঠাৎ বুকের ব্যথা নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। ডিউটি ডাক্তার তাৎক্ষণিক ঔষধ ও ইনজেকশন দিয়ে দ্রুত ঢাকার ল্যাব এইড অথবা বড় যে কোনো হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তার ভাই-বোন ও মেয়ে সহ একটি অ্যাম্বুলেন্স ঠিক করে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে রাত ৩টা ৪৫ মিনিটে পৌঁছেন। পৌঁছানোর পর তার আত্মীয়-স্বজন ডাঃ মুক্তা ও ডাঃ অর্চি এবং অন্যরা সিসিইউ-এর ২১নং বেডে ভর্তি করান। এখানকার ডাক্তারদের টিম লিডার ডাঃ এ.পি.এম. সোহারাবুজ্জামান দ্রুত চিকিৎসা দিয়ে ঘুম পাড়ান। পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে ঘুম থেকে জেগে উঠেন, বুকের ব্যথা কমতে থাকে। ২১ জানুয়ারি আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দুপুরে এনজিওগ্রাম করা হয়। দুইটি হার্টের বাল্বে যে অসুবিধা সেটি রিপোর্টে উল্লেখ করা হয়। ২৩ জানুয়ারি ল্যাব এইড থেকে ছাড় পেয়ে ধানমন্ডি কলাবাগানে আত্মীয়ের বাসায় তাকে উঠানো হয়। বিগত দিনে জনাব মিজানুর রহমান চাঁদপুর প্রাথমিক শিক্ষক সমিতির বড় বড় নেতাদের পাশে থেকে ঢাকার প্রেসক্লাবের সম্মুখে শিক্ষকদের আন্দোলনে ও কক্সবাজারে শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, শ্রদ্ধেয় শিক্ষিকা ইসমত আরা শাফী (বন্যা) আপা, মোস্তফা-বাবুল ভাই, নুরুজ্জামান কাজল ও শাহাবুদ্দিন পাটওয়ারী (বর্তমানে উপজেলা প্রাথমিক শিক্ষক নির্বাচিত সাধারণ সম্পাদক) সহ বাস ভর্তি করে উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণ কালের শিক্ষকদের বিশাল উপস্থিতিতে দাবি দাওয়া আদায়ের আন্দোলনে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অংশগ্রহণ করেন। মুখার্জীঘাটে জেলা পরিষদের ডাক বাংলো ও অন্যান্য হোটেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের থাকার ব্যবস্থা করেন। তার উপরোক্ত পরিশ্রম কারো অজানা নয়। শিক্ষক সমিতিতে তাঁর উল্লেখিত অবদানের কথা বিবেচনা করে সকল মহান শিক্ষক নেতাদের কাছ থেকে ‘চাঁদা নয় ভিক্ষা নয়’ স্ব-ইচ্ছায় ‘একটি জীবন বাঁচাতে’ শিক্ষকদের সাহায্য করার অনুরোধ জানিয়েছেন।

বর্তমানে স্যারের শারীরিক অবস্থা খুবই খারাপ। তার সুস্থতার জন্য ৬-৭ লাখ টাকা প্রয়োজন। তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাঁর চিকিৎসার সাফল্য কামনা করে দোয়া করা হয়। বর্তমান ছাত্র-ছাত্রী সহ গত ১৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন দোয়ার আয়োজন করেন। ব্যয়বহুল চিকিৎসার জন্য খেলোয়াড়সহ সাধারণ শুভাকাক্সক্ষীদের ২০/৫০ টাকা বিকাশে পেমেন্ট করার অনুরোধ করছি (বিকাশ নং- ০১৭১৮-৫৬৭৮০৬)। এছাড়া জনতা ব্যাংক নতুন বাজার শাখা, চাঁদপুর (মিজানুর রহমান) হিসাব নং- ০১০০০০৮৫৮৫৬১৪। বর্তমানে মিজান স্যার চাঁদপুর স্টেডিয়াম কিশোর ফুটবল একাডেমির সাথে জড়িত। যার প্রধান কোচ ইউসুফ বকাউল। ১ ফেব্রুয়ারিতে সাহায্যের জন্য একটি আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে এবং উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির কাছে আবেদন জানানো হয়েছে।

আবেদনকারী : জুয়েল বেপারী (চাঁদপুর টাওয়ার, ২য় তলা) [০১৬৮২-৬৬৭৬৫৩]

সবুজ আখন্দ (পুলিশ বক্স সংলগ্ন ঘড়ির দোকান) [০১৮৪৭-১০৮২৬০]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়