প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরের ৫নং রেলওয়ে ঘাট এলাকায় অবস্থিত বেদেপল্লীতে এ শীতবস্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক সংগীতশিল্পী রূপালী চম্পক, সদস্য সচিব মুনিরা আক্তার, সদস্য জোহরা আনোয়ার হীরা, নাছিমা রীতা, নাজমা আলম ও জেসমিন নাসরিনের নেতৃত্বে কমিটির সদস্যরা উক্ত বেদেপল্লীতে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশ বিতরণ করেন।
এ সময় রূপালী চম্পক বলেন, আমরা শুধু একটি অনুষ্ঠান নিয়েই নয়, আমরা আমাদের সকলের সহযোগিতা নিয়ে সামাজিক ও মানবিক কাজে নিজেদেরকে জড়িয়ে রাখতে চাই। সেই মানবিক কাজের অংশ হিসেবে সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোকে সামান্য একটু সহযোগিতার হাত প্রসারিত করেছি। তবে আমাদের এ সহযোগিতার হাত আগামীতেও অব্যাহত থাকবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।