শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

বেদে সম্প্রদায়ের মাঝে মাতৃপীঠ শতবর্ষ উদযাপন কমিটির শীতবস্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরের ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি বিকেলে চাঁদপুর শহরের ৫নং রেলওয়ে ঘাট এলাকায় অবস্থিত বেদেপল্লীতে এ শীতবস্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক সংগীতশিল্পী রূপালী চম্পক, সদস্য সচিব মুনিরা আক্তার, সদস্য জোহরা আনোয়ার হীরা, নাছিমা রীতা, নাজমা আলম ও জেসমিন নাসরিনের নেতৃত্বে কমিটির সদস্যরা উক্ত বেদেপল্লীতে গিয়ে শতাধিক পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশ বিতরণ করেন।

এ সময় রূপালী চম্পক বলেন, আমরা শুধু একটি অনুষ্ঠান নিয়েই নয়, আমরা আমাদের সকলের সহযোগিতা নিয়ে সামাজিক ও মানবিক কাজে নিজেদেরকে জড়িয়ে রাখতে চাই। সেই মানবিক কাজের অংশ হিসেবে সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোকে সামান্য একটু সহযোগিতার হাত প্রসারিত করেছি। তবে আমাদের এ সহযোগিতার হাত আগামীতেও অব্যাহত থাকবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়