প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
![বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন বেপারীর ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন](/assets/news_photos/2023/01/24/image-28757.jpg)
গতকাল ২৩ জানুয়ারি সোমবার ৪টায় বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বেপারী তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বলাখাল নোয়াহাটা গ্রামের বাসিন্দা এবং সেক্টর ২-এর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল বিকেল তিনটায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জের এসিল্যান্ড মেহেদী হাসান মানিক, ওসি (তদন্ত) মোহাম্মদ নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও অসংখ্য মুক্তিযোদ্ধা।