বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

মতলব দক্ষিণে ৬০টি এতিমখানায় খাবার বিতরণ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা নির্মল গোস্বামীর স্ত্রী বনানী গোস্বামীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে ২১ জানুয়ারি মতলব কমিউনিটি সেন্টার থেকে বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলার ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নের ৬০টি এতিমখানার এতিমদের মাঝে একযোগে খাবার বিতরণ করা হয়েছে। এ ধরনের প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মতলববাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।

বনানী গোস্বামীর ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বামী নির্মল গোস্বামীর আমন্ত্রণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেছেন। এদিকে মাদ্রাসার এতিমখানার পাশাপাশি ২৩ জানুয়ারি উপজেলার নারায়ণপুর শ্রীশ্রী কালিমন্দিরসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনাসহ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বনানী গোস্বামীর আত্মার শান্তি কামনা করে তাঁর স্বামী নির্মল গোস্বামী ও একমাত্র পুত্র মিগাংঙ্ক গোস্বামী সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। খাবার বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্মল গোস্বামীর ভাগিনী মিতালী চক্রবর্তী। খাবার বিতরণকালে সহযোগিতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌরসভার কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর ওয়াজউদ্দিন, কাউন্সিলর আনিসুর রহমান আনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ পান্না, আওয়ামী লীগ নেতা অপু মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সিহাব, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খানসহ অন্য নেতৃবৃন্দ। গতকাল ২২ জানুয়ারি ঢাকার সূত্রাপুর অনাথ আশ্রমে বনানী গোস্বামীর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বনানী গোস্বামীর পুত্র মিগাংঙ্ক গোস্বামী শ্রাদ্ধানুষ্ঠান করেছেন। তিনি সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়