বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

পুলিশকে সঠিক তথ্য দিয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে কিশোর অপরাধ, ইভটিজিং, মাদক, চুরি, ডাকাতি, বাল্য বিবাহ রোধকল্পে গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে। তিনি তার বক্তব্যে বলেন, এই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের এই বিট পুলিশিং। আপনারা আমাদের সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। থানা পুলিশ রাতে নিজে না ঘুমিয়ে আপনাদের সেবা দিয়ে আসছে। আপনাদের বসবাসরত এলাকায় অপরাধীরা বসবাস করতেই পারে। তবে অপরাধের সাথে সম্পৃক্তকে আইনের আওতায় নিয়ে আসতে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন আপনিও। মনে রাখবেন, আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠন করবো। শীতের দিনে চুরির ঘটনা বেশি ঘটে। তাই আপনারা সচেতন থাকবেন। বিট পুলিশিং দিয়ে আমরা জনসাধারণের অনেক উপকার করতে পেরেছি। পুলিশের সকল ধরনের সেবা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতেও সক্ষম হয়েছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও বিট পুলিশিং কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান বুলবুল আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, আহছান দর্জি, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাটওয়ারীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়