বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

৪০০ পিচ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজারের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুরাদকে ৪০০ পিচ ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর পার্টনার সোহেল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ।

বৃহস্পতিবার ভোরে চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান ও এএসআই মেহেরাজ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুরাণবাজার পূর্ব শ্রীরামদীর ৪নং ওয়ার্ড জগরী বাড়ির পাশে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মুরাদ মোটরসাইকেল নিয়ে ইয়াবা বিক্রির সময় মুরাদকে ৪০০ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।

এর আগেও মুরাদ চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিলো। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুরাদ বেপারী ও সোহেল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার ৪০, তারিখ ১৯/১/২০২৩। মামলাটি তদন্ত করছেন চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন।

এদিকে আটক মাদক ব্যবসায়ী মুরাদকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়ার জন্য বেশ কিছু দালাল চক্র চেষ্টা করেও ব্যর্থ হয়। এই মাদক ব্যবসায়ীর সাথে রয়েছে বড় ধরনের একটা সিন্ডিকেট, তাদের মূল হোতা ও অর্থ যোগানদাতাদের ধরার জোর দাবি জানায় স্থানীয় সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়