প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![শীতার্তদের মাঝে ৯৫ ব্যাচ শিক্ষার্থীদের শীতবস্ত্রসহ খাবার বিতরণ](/assets/news_photos/2023/01/20/image-28608.jpg)
আর্থিক অসহায় সস্পন্ন দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল)সহ খাবার বিতরণ করেন এসএসসি-৯৫ ব্যাচের (চাঁদপুর চ্যাপ্টার) শিক্ষার্থীগণ। গত ১৮ জানিয়ারি রাত সাড়ে ৮টার সময় চাঁদপুর শহরের বড় স্টেশন, কোর্ট চত্বরসহ শহরে ৫টি স্থানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে তা বিতরণ করা হয়। এ সময় ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন ফেরদৌস মোর্শেদ জুয়েল, নেপাল চন্দ্র সাহা, কেএম মাসুদ, আহসান হাবিব, সুমন, কার্তিক, হিমেল, সঞ্জয়, আরিফ, সাজ্জাদ, কামরুল, মাধুরী, সেলিম, জাকির প্রমুখ।