বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ ৯ জন আহত হয়েছেন। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে কুকুরে কামড়ে আহত ৯ রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজ মেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু নাছের শাকিল জানান, বিকেল ৫টা পর্যন্ত জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়