বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ও হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের যৌথ সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ও চাঁদপুর হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের যৌথ উদ্যোগে এক সভা ও বিজয় দিবস উপলক্ষে ‘সোনামণিদের চোখে বিজয়’ শিরোনামে স্কুল শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গত ১৬ই ডিসেম্বর চাঁদপুর সদরের ১২৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ও চাঁদপুর হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি যথাক্রমে শাহরিয়ার খান হিমেল এবং তাহমিনা আক্তার সায়মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন।

তিনি বলেন, শিশু শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনটি নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে। তাদের প্রতিভাকে বিকশিত করার জন্যে এ সকল আয়োজন প্রশংসনীয়। তিনি নস্টালজিক হয়ে বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম। তিনি এ সময় মেয়েদের দুই সেট ব্যাডমিন্টন এবং ছেলেদের জন্য এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম দেয়ার ঘোষণা দেন।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট উজ্জ্বল হোসাইন এবং স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস ফাতেমা বেগম। আরো উপস্থিত ছিলেন দুটি ক্লাবের রোটার‌্যাক্টর ও স্কুলের শিক্ষিকাবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং অন্যান্য শিক্ষার্থীর একটি করে কলম ও ডেইরি মিল্ক প্রদান করা হয়।

সবশেষে উপস্থিত রোটার‌্যাক্টর ও স্কুল শিক্ষিকাদের নিয়ে একটি ফান গেমের আয়োজন করা হয়। উক্ত গেমে প্রথম স্থান অর্জন করেন স্কুলের সহকারী শিক্ষিকা সুলতানা রাজিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন রোটাঃ ওবায়দুর রহমান ও রোঃ কাজী আজিজুল হাকিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়