প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মডার্ন শিশু একাডেমীর বার্ষিক মিলাদ](/assets/news_photos/2022/12/03/image-26757.jpg)
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে বিষ্ণুদী ব্যাংক কলোনীতে মডার্ন শিশু একাডেমীর বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় একাডেমী ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দোয়া-মোনাজাত করেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করীম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার আওতাধীন সদর উপজেলার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, ব্যাংক কলোনী উন্নয়ন কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খালেক মিয়াজী, অভিভাবক সদস্য মোঃ লোকমান হোসেন রিপন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জিএম ইমাম হাসান ও মোঃ মাইনুল ইসলাম, একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন, ফাহিমা আক্তার, তাহমিনা আক্তার, মিলি, সাহানারাসহ অন্য অতিথি এবং অভিভাবক ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের ছাত্র আয়ান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কাওছাইন আদিবা, তানজিলা ও মোঃ জাসেম।