প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ](/assets/news_photos/2022/12/02/image-26718.jpg)
আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের সভাপ্রধানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, শ্রেণী শিক্ষক ওয়াহিদুর রহমান লাবু, প্রাক্তন ছাত্র ও চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী প্রমুখ।
প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস অভিভাবক ও পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি এবং ফলাফলও প্রকাশ করেছি। যারা আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের অভিভাবকদেরকেই আজকের সমাবেশে ঢাকা হয়েছে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য। পরীক্ষায় অংশ নেয়া মানেই পরীক্ষায় পাস নয়। এজন্য ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে। এজন্যে তাদের সাথে আপনাদেরকেও পরিশ্রম করতে হবে সন্তানের ভালো রেজাল্ট অর্জন করার জন্যে। আপনাদের লক্ষ্য রাখতে হবে সে নিয়মিত পড়ালেখা করছে কিনা। যদি এ বিষয়টা আপনারা আন্তরিকতার সাথে না দেখেন, তাহলে আপনার সন্তান যতো ভালো ছাত্রই হোক না কেন, হয়তো সে পাস করবে, কিন্তু গোল্ডেন এ প্লাস বা ভালো রেজাল্ট অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সন্তানকে পড়ার টেবিলে রাখতে চেষ্টা করবেন এবং তারা কতোটা সময় পড়ালেখা করছে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন। তিনি বলেন, আমরা এ বছরও পরীক্ষার্থীদের শ্রেণী কক্ষে পড়ালেখা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন রয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অন্তত পরীক্ষা পর্যন্ত তাদেরকে মোবাইলের কাছ থেকে দূরে রাখবেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য একটু কঠোর হতে চেষ্টা করবেন, দেখবেন আপনার সন্তান আমার ছাত্র অবশ্যই আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেরকেও অভিনন্দন জানান।