প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শেখ শাহজালাল নিরব ও শেখ আরিফ সকলের দোয়া চেয়েছেন](/assets/news_photos/2022/12/02/image-26717.jpg)
এবারের এসএসসি পরীক্ষায় শেখ শাহজালাল নিরব জিপিএ-৫ (গোল্ডেন) ও শেখ আরিফ মহিউদ্দিন ৪.৭৯ পেয়ে উর্ত্তীণ হয়েছেন। তারা এ ফলাফলের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া আদায় করেছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আল আমীন একাডেমী স্কুল এবং টেকনিক্যাল (ভোকেশনাল) স্কুলের শিক্ষক, পিতা-মাতা, অভিভাবকসহ সকল শিক্ষকদের প্রতি। এক প্রতিক্রিয়ায় দু’জনই আগামীতেও ফলাফলের এই ধারাবাহিকতা বজায়সহ আরো উন্নত ফলাফল অর্জনের জন্যে সকলের দোয়া চেয়েছেন। শেখ শাহজালাল ভবিষতে প্রশাসন ক্যাডারে বিসিএস অফিসার হতে আগ্রহী। শেখ আরিফ মহিউদ্দিন ভবিষতে ইঞ্জিনিয়ার হতে আগ্রহী। তারা দুজন প্রবীণ রাজনীতিবিদ ও ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ মুজাফফর আলী ও মরহুম আংকুরেন্নেছা বেগমের নাতি।
শেখ শাহজালাল নিরবের পিতা শেখ মহসিন উদ্দিন পুলিশ বাহিনীতে কর্মরত। শেখ আরিফ মহিউদ্দিনের পিতা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁরা চাঁদপুর পৌর এলাকার উত্তর গুণরাজদী গ্রামের অধিবাসী।