প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![মেয়র জুয়েলের ব্যক্তিগত কর্মকর্তা জহিরের কন্যার কৃতিত্ব](/assets/news_photos/2022/12/02/image-26715.jpeg)
সদ্য প্রকাশিত এসএসসি-২০২২ পরীক্ষার ফলাফলে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের ব্যক্তিগত কর্মকর্তা জায়েদুর রহমান জহিরের জ্যেষ্ঠ কন্যা মনজিলা রহমান আনিকা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। মনজিলা রহমান আনিকা রাজধানী ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয়। আনিকা তার এই কাঙ্ক্ষিত সাফল্যের জন্যে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। সেই সাথে আনিকা তার বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনিকা পিইসিতে জিপিএ-৫ ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো। সে তার পিতা-মাতার প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে পেরে খুব উচ্ছ্বসিত। ভবিষ্যতে সে প্রকৌশলী হতে আগ্রহী। আনিকা সকলের কাছে দোয়া কামনা করেছে। আনিকার মা রুহানা রহমান মুনমুন বর্তমানে এসকেএফের বনানীতে অবস্থিত প্রধান কার্যালয়ে সহ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।