প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![র্যাব কর্তৃক ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক](/assets/news_photos/2022/12/02/image-26714.jpg)
নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল ১ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৩৪) এবং একই থানার মতুরাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে জামাল হোসেন (৩৫)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।