প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জের চান্দ্রায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন](/assets/news_photos/2022/12/02/image-26713.jpg)
ফরিদগঞ্জের চান্দ্রায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার করা উদ্বোধন হয়েছে। বুধবার ৩০ নভেম্বর এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি আহসান হাবিব নেভী। ব্যাংকের উপ-শাখার ম্যানেজার মুন্সী নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চাঁদপুর শাখার আঞ্চলিক শাখার ম্যানেজার শরিফ উদ্দিন, ঋণ কর্মকর্তা মাহবুব আলম, চান্দ্রাবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য সোহাগ হোসেন, চান্দ্রা খেলাঘরের সম্পাদক বিশ্বজিৎ প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন।