বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০

তরপুরচণ্ডীতে দারুল আরকাম মাদ্রাসায় ওয়াজ মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী শাহী জামে মসজিদ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাদ আসর থেকে শুরু হয়ে গভীর রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহাদুরপুরের ৬ষ্ঠ পুরুষ পীরজাদা মাওঃ বিন ইয়ামিন। প্রধান আলোচক বাহাদুরপুরের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা আহমেদ। সভাপতিত্ব করেন উক্ত কমপ্লেক্সের আওতাধীন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। মাহফিলে আরো ওয়াজ করেন মুফতি কাওছার আহমদ (বি-বাড়িয়া), বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওঃ মাহফুজ উল্লাহ ইউসুফী, মাওঃ মোঃ আল-আমিন ফরায়েজী, কাজীর বাজার বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সেকান্তর, মাওঃ মোঃ শাহাদাত হোসাইন মোহেব্বী, তরপুরচণ্ডী শাহী জামে মসজিদ কমপ্লেক্স সাধারণ সম্পাদক মোঃ কাজল মৃধা প্রমুখ।

কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আলাউদ্দিন। হামদে বারিতায়ালা পরিবেশন করেন জুলফিকার হামদ, নাত ও গজল পরিবেশক দলের সদস্য জিসান আহমেদ। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন হাফেজ মোঃ আরিফ ও আবু জাফর মোহাম্মদ তালহা। মাহফিলে উপস্থিত ছিলেন বাহাদুরপুর দরবার শরীফের খলিফা মাওলানা মোঃ আবুল বাশার, শাহী জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ আবুল বেপারী, সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ হারুন খানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে আখেরি মোনাজাত করেন প্রধান অতিথি। এর আগে বাদ মাগরিব মৃত মুসলমানদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত ও জিকির তালিম করেন মাহফিলের প্রধান অতিথি।

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী তার বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় চাঁদপুরেও মাননীয় প্রধানমন্ত্রী এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রতিনিয়ত তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী মাদ্রাসার খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়াও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি মাদ্রাসার উন্নয়নে ১ লাখ ৫০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন। মাদ্রাসা সাফল্যের দিগন্তে পৌঁছতে তিনি সকলের সহযোগিতার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়