প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ০০:০০
![শাহরাস্তিতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ](/assets/news_photos/2022/12/02/image-26705.jpg)
শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষিকা মরিয়ম বেগম, শিক্ষক মাহমুদুল হাসান মানিক, সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক শাহজামাল, প্রভাষক মিজানুর রহমান, সাবিনা ইয়াছমিন, প্রদর্শক আশিকুর রহমান, ক্রীড়া শিক্ষক মোঃ ফারুকুল আলম প্রমুখ। সভায় অভিভাবকগণ শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। অধ্যক্ষ অভিভাবকদের প্রয়োজনীয় মতামত গ্রহণ করেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে তিনি একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।