প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ০০:০০
![সাংবাদিক আলমগীর ও কবিরের ছেলের এসএসসিতে এ প্লাস পেয়েছে](/assets/news_photos/2022/11/30/image-26631.jpg)
সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জের গণমাধ্যমকর্মী কবির আহমেদের ছেলে মোহাম্মদ হাসিবুল কবির ও মোঃ আলমগীর কবিরের ছেলে মোঃ আবির হোসেন ফাহাদ গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে। তারা উভয় বিজ্ঞান বিভাগ থেকে এ সাফল্য অর্জন করে।
জানা গেছে, দৈনিক আলোকিত চাঁদপুরের প্রতিনিধি কবির আহমেদ ও সিনিয়র শিক্ষক বিএসসি, বিএড (জীববিজ্ঞান) মোসাঃ হোসনেয়ারা আক্তার দম্পতির একমাত্র ছেলে মোহাম্মদ হাসিবুল কবির কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস লাভ করে।
অপরদিকে দৈনিক চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন (আলমগীর কবির) ও ফাতেমা আক্তার দম্পতির বড় ছেলে মোঃ আবির হোসেন ফাহাদ হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস লাভ করে।