প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ০০:০০
![কচুয়ায় ডাঃ হাবিবুর রহমানের জানাজা সম্পন্ন](/assets/news_photos/2022/11/30/image-26626.jpg)
কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি ইঞ্জিঃ মনিরুজ্জামান দেওয়ান মানিকের বাবা সাবেক সরকারি কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাস্থ পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন মঙ্গলবার ঢাকার পশ্চিম মেরুল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা ও একইদিন বাদ আসর কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর দেওয়ান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ দেওয়ান বাড়ির পারবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক ও জাহাঙ্গীর আলম ফারুকী, কহলথুরী হামিদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান বাহার, চাপাতলী মাদ্রাসার শিক্ষক খোরশেদ আলম, সমাজসেবক আব্দুল খালেক মাস্টার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।