প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
![হাজীগঞ্জে ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন ॥ পাসের হার ৯৪](/assets/news_photos/2022/11/29/image-26596.jpg)
সোমবার প্রকাশিত চলতি বছরের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০২ জন। পাসের হার শতকরা ৯৩.৭৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন ও এ গ্রেড পেয়েছে ২৮৯ জন এবং অকৃতকার্য হয়েছে ২০ জন।
উপজেলায় জিপিএ-৫-এর দিক থেকে সেরা অবস্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১০২ জন। পাসের হার ৯১জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন, এ গ্রেড ৯১ জন ও অকৃতকার্য হয়েছে ১০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩ জন। পাসের হার ৯২.৪১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ৭১ জন ও অকৃতকার্য হয়েছে ৬ জন। বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় কারিগরি কলেজ থেকে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭ জন। পাসের হার ৯৭ শতাংশ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ৯৭ জন ও অকৃতকার্য হয়েছে ২ জন। হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ জন। এ গ্রেড পেয়েছে ৩০ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন।