প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
![মতলবে দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৩ ॥ পাসের হার ৮৪.২০](/assets/news_photos/2022/11/29/image-26594.jpg)
মতলব দক্ষিণ উপজেলায় এবারের দাখিল পরীক্ষায় ৫শ’ ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শ’ ৮৫ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন, পাসের হার ৮৪.২০।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭২ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৯০। নন্দিখোলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাসের হার ৮৯.৫৮। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৪ জন, পাসের হার ৮৫.০০। নওগাঁও রাশিদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২২ জন, পাসের হার ৬১.০০। ঘিলাতলী ফাজিল মাদ্রাসা থেকে ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৯১.৫৪। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৬ জন, পাসের হার ৭৮। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৭৭.২৭। দক্ষিণ করবন্ধ আলআমিন দাখিল মাদ্রাসা থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৩ জন, পাসের হার ৬৫। ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৮ জন, পাসের হার শতভাগ। পূর্ব ধলাইতলী এজেআইডি মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১১ জন, পাসের হার ৭৯.০০। কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাসের হার ৮২.৬৯। ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২০ জন, পাসের হার ৮০। বদরপুর ওএস দাখিল মাদ্রাসা থেকে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩১ জন, পাসের হার ৯৬.৮৭। দিঘলদী জাফরিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৪ জন, পাসের হার ৭০। রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৩ জন, পাসের হার ৯৮.৪২। নাগদা সুফি আহম্মেদ মহিলা মাদ্রাসা থেকে ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩ জন, পাসের হার শতভাগ।