প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০
![কচুয়ায় দাখিল পরীক্ষায় পাসের হার ৯১.৪৪ ॥ জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন](/assets/news_photos/2022/11/29/image-26588.jpg)
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ১৩৬৭জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১২৫০জন। পাসের হার ৯১.৪৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১২৮জন। উপজেলায় এ বছর ৬টি মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে : গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসা, মনোহরপুর ফাযিল মাদ্রাসা, কাদলা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দোঘর মহিলা মাদ্রাসা, সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বরদৈল মোয়াল্লিল তেফলিয়া দাখিল মাদ্রাসা।