বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০

লিটল স্কলার্স একাডেমির ধারাবাহিক সাফল্য
রেদওয়ান আহমেদ জাকির ॥

বিগত বছরের ন্যায় এ বছরও মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ জন জিপিএ-৫ পেয়েছে। বিগত ২০২১ সালে ৪ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাস করেছে। ২০২০ সালে ১ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পাস করেছে।

বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানান, এ বিদ্যালয়ের ধারাবাহিক সফল্য বিদ্যালয়কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে মতলবের শিক্ষার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

বিদ্যালয়ের একাধিক পরিচালক জানান, এ বিদ্যালয়টি উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার প্রতিষ্ঠান। এ বিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে মতলবে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। বিদ্যালয়টির ভবিষ্যৎ সফলতা কামনা করছি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনিচ্ছুজ জামান মজুমদার জানান, বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের জন্য মহান আল্লাহ তায়লার শোকরিয়া আদায় করছি। বিদ্যালয়ের পরিচালক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ভালো ফলাফল হয়েছে। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়