সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০

কালিরবাজার উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপণ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ
প্রবীর চক্রবর্তী ॥

সিলিন্ডারসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের কারণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নেভানোর বিভিন্ন কলাকৌশল বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক প্রশিক্ষণ দিলেন ফরিদগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। ১৬ নভেম্বর বুধবার সকালে উপজেলার কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেয়া হয়।

জানা গেছে, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় ৭/৮ শতাধিক শিক্ষার্থীকে হাতেকলমে অগ্নিকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্টেশন অফিসার সালাউদ্দিন। তিনি জানান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ চলছে। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের অনুরোধে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগুন লাগার কারণ বিষয়ে জানানোর সাথে সাথে আগুন লাগলে কীভাবে তা দ্রুত নেভানো যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, কিশোর মুজমদার ও মোঃ সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, নিয়মিত লেখাপড়ার সাথে সাথে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মৌলিক শিক্ষা দেয়ার চেষ্টা করছি। সেই আলোকে অগ্নিকাণ্ড বিষয়ে তাদের জানার জন্যে আজকের এই আয়োজন। এই বিষয়ে জানলে কোনো স্থানে আগুন লাগলে শিক্ষার্থীদের অন্তত দ্রুত আগুন নেভানোর কারণ জেনে সহযোগিতা করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়