প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩
বাগাদীর চাঁদপুর গ্রামে ফসলি জমির মাটি কাটা হচ্ছে
![বাগাদীর চাঁদপুর গ্রামে ফসলি জমির মাটি কাটা হচ্ছে](/assets/news_photos/2025/02/09/image-58788-1739108167bdjournal.jpg)
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
জমির টপ সয়েল কাটার কারণে উর্বরতা হারিয়ে যাচ্ছে। এতে করে কৃষির ওপর হুমকি হয়ে পড়েছে। মাটি কাটার বিষয়টি প্রশাসনের কিছু কর্মচারী জানার পরও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, প্রায় ১ মাস ধরে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। মাটিগুলো ইটের ভাটায় ও বিভিন্ন ভরাট কাজের জন্যে নেওয়া হয়। মাটিগুলো ট্রাক্টর দিয়ে নেওয়ার কারণে পাকা রাস্তা ভেঙ্গে যাচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র- ছাত্রীরা ট্রাক্টরের ভয় মাথায় নিয়ে চলাচল করে থাকে। মাটি কাটার কারণে কৃষি জমি ধ্বংস হয়ে গেছে।
ইউনিয়ন ভূমি অফিস থেকে লোকজন আসলে কোনো কিছু না বলে চলে যায়। কৃষি জমির মাটি কাটা বন্ধে ও সরকারি পাকা সড়ক রক্ষা করার জন্যে
আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি কামনা করছি।