প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩
মাদকসেবীদের এতোটা দৌরাত্ম্য কিসের বলে?
![মাদকসেবীদের এতোটা দৌরাত্ম্য কিসের বলে?](/assets/news_photos/2025/02/10/image-58797-1739148914bdjournal.jpg)
‘ফরিদগঞ্জের ঈগল এগ্রো ফার্মে মাদকসেবীদের হানা, আতঙ্কিত খামারিরা’ এমন শিরোনামে গতকাল চঁাদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে লিখা হয়েছে, ফরিদগঞ্জে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে ঈগল এগ্রো ফার্ম নামে একটি খামারের খামরিরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেনই। ফলে বাধ্য হয়ে তারা আইনের আশ্রয় নিচ্ছেন।
জানা গেছে, ৫ বছর পূর্বে প্রায় ১০ একর জমি নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালি গ্রামে ঈগল এগ্রো ফার্ম নামে একটি ফার্ম গড়ে তোলেন মাসুদ পারভেজসহ কয়েকজন। ছাগল চাষ, কৃষি আবাদ, মাছের আবাদ এবং সর্বশেষ গরুর ফার্ম করার জন্যে তারা ধীরে কাজ করছেন। প্রজেক্টের ম্যানেজার সাহাব হোসাইন জানান, তিনি প্রজেক্টের সবকিছু দেখভাল করেন। গত কয়েক মাস ধরে এই প্রজেক্টে রাতের অঁাধারে অজ্ঞাত লোকজনের আসা-যাওয়া বাড়ছে। এরা প্রজেক্টের বিভিন্ন ক্ষতি করছে। ইতঃপূর্বে আমের বাগান থেকে আম নিয়ে যেতো। ছাগলও নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ইদানীং এই চক্রটি কৃষি প্রজেক্টে বেগুন, পেঁপেসহ বিভিন্ন গাছগাছালি ভেঙ্গে ফেলছে বা উঠিয়ে পানিতে ফেলে দিচ্ছে। এ সকল মূল্যবান গাছ বিনষ্ট করার কারণে প্রজেক্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রজেক্ট মালিক মাসুদ পারভেজের পক্ষে এ এম টুটুল পাটওয়ারী জানান, মাসুদ পারভেজসহ তারা এই ফার্মটি গড়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু ইদানীং মাদকসেবীদের কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন। তারা আবাদকৃত ফসল বিনষ্ট করার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আমরা আতিঙ্কত হয়ে পড়েছি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছি।
সংবাদটির বিবরণ পড়ে মনে হলো, মাদকসেবীরা এতোটা দৌরাত্ম্য দেখাচ্ছে যে, ১০ একরজুড়ে স্থাপিত ফরিদগঞ্জের বহুমুখী কৃষি খামারটি ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই মাদকসেবীরা কারো ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা কিংবা কারো ইন্ধনে, প্রশ্রয়ে অপতৎপরতা চালাচ্ছে কিনা সেটা ভেবে দেখার বিষয়। মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স চলাবস্থায় ফরিদগঞ্জের বৃহৎ কৃষি খামারটিতে মাদকসেবীদের দৌরাত্ম্য কোনোভাবেই মেনে নেয়া যায় না। এজন্যে যৌথ বাহিনীর সঁাড়াশি অভিযান অনিবার্য হয়ে পড়েছে। আশা করি সহসাই আমরা ইতিবাচক কিছু দেখতে পাবো।