প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩
চাঁদপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা এসডু পাটোয়ারী আটক
‘অপারেশন ডেভিল হান্ট- চাঁদপুরে প্রথম আটক
চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী আটক হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের নতুন বাজার এলাকার ট্রাকঘাট সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
|আরো খবর
এই আটক ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ, যা দেশজুড়ে চলমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বা তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের বক্তব্য
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,
“ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসডু পাটোয়ারীকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এসডু পাটোয়ারী
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এসডু পাটোয়ারী আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে তিনি পুনরায় এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
‘অপারেশন ডেভিল হান্ট’ – কী হচ্ছে এই অভিযানে?
সরকারবিরোধী আন্দোলনের জেরে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠে। আইনশৃঙ্খলা বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করছে।
চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং দলের নেতাদের আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরা কেউ কেউ অতীতে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া
এসডু পাটোয়ারীর আটকের খবর চাঁদপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ। তবে অনেকে মনে করছেন, প্রশাসনের এই অভিযান আরও বিস্তৃত হতে পারে এবং সাবেক ক্ষমতাসীন দলের আরও নেতারা আটক হতে পারেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এসডু পাটোয়ারীর আটকের মধ্য দিয়ে চাঁদপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নতুন মাত্রা পেল। এখন দেখার বিষয়, এই অভিযান কতদূর গড়ায় এবং আর কারা আইনের আওতায় আসেন।
ডিসিকে/এমজেডএইচ