প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯
ফরিদগঞ্জের সকদিরামপুরে পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ উদ্বোধন
শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও সামাজিক উন্নয়নে আমেরিকা প্রবাসী কবির ও মনি'র অবদান এলাকায় স্মরণীয় হয়ে থাকবে : সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী
![শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও সামাজিক উন্নয়নে আমেরিকা প্রবাসী কবির ও মনি'র অবদান এলাকায় স্মরণীয় হয়ে থাকবে : সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী](/assets/news_photos/2025/02/09/image-58793-1739112113bdjournal.jpg)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিপিএসসি'র প্রাক্তন সদস্য মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, সুদূর আমেরিকা প্রবাসী কবির পাটওয়ারী ও পারভীন পাটওয়ারী মনি দীর্ঘ বেশ
|আরো খবর
তিনি রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫ ) বিকেলে ফরিদগঞ্জ উপজেলাধীন ১ নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জহির উদ্দিন পাটওয়ারী পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জহির উদ্দিন পাটওয়ারী পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ-২০২৫-এ আপনাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে, সকদি রামপুর বড়ো পাটওয়ারী বাড়ির অত্যন্ত মহৎ, সৎ, ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন মরহুম কফিলউদ্দিন পাটওয়ারী এবং তাঁর সহধর্মিণী। মহান আল্লাহ তাঁদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁদের কনিষ্ঠ পুত্র জহির উদ্দিন পাটওয়ারী পিন্টু একেবারে স্বল্প বয়সে সড়ক দুর্ঘটনায় গত প্রায় তিন/চার বছর পূর্বে মারা যান। তাঁর চার ভাই এবং চার বোন আছে। তাঁদের মধ্যে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পাটওয়ারী এবং তাঁর সহধর্মিণী পারভীন পাটওয়ারী মনি এলাকায় অত্যন্ত পরিচিত। শিক্ষা, চিকিৎসা, মক্তবসহ প্রায় প্রতিটি জনহিতকর কাজে তাঁরা বহু বছর ধরে এলাকার সব শ্রেণির মানুষের জন্যে উদারভাবে সহায়তা করে আসছেন।
তিনি আরও বলেন, তাঁদের প্রিয় ছোট ভাই জহির উদ্দিন পাটওয়ারী পিন্টুর স্মৃতি রক্ষার্থে এবং এলাকাবাসীকে একটু আনন্দ-বিনোদন উপহার দেয়ার জন্যে সুদূর আমেরিকা থেকেও জহির উদ্দিন পাটওয়ারী পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ ২০২৫-এর পরিকল্পনা, পৃষ্ঠপোষকতাসহ সকল আর্থিক সহায়তা প্রদান করেন কবির পাটওয়ারী ও পারভীন পাটওয়ারী মনি। ক্রীড়াপাগল এলাকাবাসী এ মহতী উদ্যোগকে সর্বতোভাবে সহায়তা করে আসছেন। আপনারা জানেন যে, এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্যে ব্যাপক সাড়া পড়েছে। আমাদের পক্ষে মাত্র ৩২টি দলকে প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ দিতে পেরেছি। আরও অনেকে অতৃপ্ত অবস্থায় আছেন। আমরা আশাবাদী যে, ভবিষ্যতে এমন অন্য কোনো আয়োজনে আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। আপনারা আরও জানেন যে, দলগতভাবে অংশগ্রহণ ফি মাত্র ৫০ টাকা। নক আউট ভিত্তিতে খেলা হবে। প্রথম পর্যায়ে প্রতিদিন চারটি দল খেলবে। আনন্দের বিষয় এই যে, চ্যাম্পিয়ন দল বিশাল বড়ো আকর্ষণীয় ট্রফি, নগদ ২০ হাজার টাকা, রানার্সআপ দল ট্রফি, নগদ ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দল ট্রফি এবং নগদ ৫ হাজার টাকা পুরস্কার পাবে। অধিকন্তু সকল খেলোয়াড়কে মেডেল দেয়া হবে। এমন বিশাল আয়োজন কেবল উপজেলা-জেলা পর্যায়ে হয়ে থাকে।
সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম, ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন স্বপন মিয়াজি ও হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুজ্জামান পাটওয়ারী, শরাফ উদ্দিন পাটওয়ারী (সরু পাটওয়ারী), মাইনুদ্দিন পাটওয়ারী, মো. হাসান পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী দিনে মোট চারটি দলের মাঝে দুটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় এলাকার বিপুলসংখ্যক ক্রীড়ামোদী জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, প্রতিদিন বিদ্যালয় ছুটির পর অর্থাৎ বেলা সাড়ে চারটার পর জহির উদ্দিন পাটওয়ারী পিন্টু স্মৃতি ব্যাডমিন্টন কাপ-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।