শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৯:৪৮

ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে বেঁচে থাকতে চাই -----হাজী মো. মোশারফ হোসাইন

পুরানবাজারে জন্মাষ্টমী উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন ও বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার।।
পুরানবাজারে জন্মাষ্টমী  উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন ও বস্ত্র বিতরণ
চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন ও বস্ত্র বিতরণ করছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশারফ হোসাইন।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুর পুরানবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা পূর্ব আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। এ সময় তিনি বলেন, আমি কাজ করতে চাই মানুষের জন্য। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। সমাজের প্রান্তিক মানুষের জন্য কাজ করতে চাই। সমাজের সকল বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চাই, যাতে সবাই মিলে আমরা একটি সুন্দর নিরাপদ চাঁদপুর গড়তে পারি ।

পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রনব সাহার (নন্দা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাসের পরিচালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও সিনিয়র সহ-সভাপতি মানিক ঘোষ।

এ সময় ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, হরিসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, জগন্নাথ মন্দিরের ডা. সহদেব দেবনাথসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়