শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৫:২০

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

ধর্ম থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে : উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী

ধর্ম থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে : উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী
আলমগীর তালুকদার

কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। শোভাযাত্রাটি কচুয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কড়ইয়া শারদীয় দুর্গামন্দিরে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সবাই নিজ ধর্মের মূল শিক্ষা ধারণ করে সকল অন্যায়, অবিচার ও সহিংসতা পরিহার করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কোনো ধর্মেই সহিংসতার স্থান নেই। ধর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। কোনো অপশক্তি নিজেদের মধ্যে বিশৃঙ্খলা পাকিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে তা প্রতিহত করতে প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি ও ওসি আজিজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক রতন চন্দ্র ভৌমিক, উপদেষ্টা সন্তোষ চন্দ্র সেন, সভাপতি ফনীভূষন মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, সহ-সভাপতি শিবুলাল সাহা, অজিত কুমার কর, কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, ইসকনের সভাপতি নিমাই হরিদাস, উপজেলা উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সাধারণ সম্পাদক সমীর চন্দ্র রায়, কোষাধ্যক্ষ জয়দেব কর্মকার, সদস্য সুনীল চন্দ্র বাইন ও সমীর কর ।

ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ, বসুদেব, কংস, মহাদেবের আকৃতি ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম আর্বিভাব উপলক্ষে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করেন।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ইসকনসহ বিভিন্ন সনাতন ধম্বাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়