প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৮:৩২
শিক্ষার প্রাথমিক স্তর থেকে শিশুদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার ভিত্তিতে গড়ে তুলতে হবে ---------অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন
এফ এম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার এফ এম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. বশির উল্লাহ সরকারের সভাপ্রধানে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিদ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুলগুলো বিশেষ অবদান রেখে চলেছে। এফ এম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরাও প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, শিক্ষার প্রাথমিক স্তর থেকেই শিশুদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার ভিত্তিতে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফ এম ইন্টারন্যাশনাল স্কুলের তত্ত্বাবধায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী মাও. মো. সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সেক্রেটারি মো. মোস্তফা কামাল ও এফ এম ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. আল আমিন প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. মনির সরকার, মো. আলমগীর সরদার, বিদ্যালয়ের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।