রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২২:১১

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী ও এমরান হোসেন লিটন
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব  : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেছেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সর্বশেষ সুষ্ঠু ভোটে আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে এই উপজেলাবাসী। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। ফলে যেখানে যাই সেখানেই তারা আমাকে এখনো তাদের এমপি বলে অভিহিত করে। জনগণের কাছ থেকে এর থেকে বড়ো পাওয়া আর কী থাকতে পারে। তাই যখন যেখানে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করেই কোনো সমাজকর্মী, নেতৃবৃন্দ বা কর্মী মৃত্যুবরণ করেছেন শুনি,  সেখানেই ছুটে গিয়েছি। কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেছি। কয়েকদিন আগে ফরিদগঞ্জের বড়গাঁও গ্রামে বাবু গাজী খুনের যেই নৃশংস ঘটনা ঘটেছে তা মেনে নেয়া যায় না। তাই শনিবার (১৬ আগস্ট ২০২৫) তাদের বাড়িতে ছুটে এসেছি। তাদের দুরবস্থা দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই। তাদের পাশে থাকার কথা বলেছি। আহতের চিকিৎসা খরচ বাবদ, সদ্য বিধবা বাবু গাজী স্ত্রীকে, তার শিশু সন্তানকে এবং বাবু গাজীর অসুস্থ মাকে আর্থিক সহায়তা দিয়ে তাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি। একই সাথে আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি, তাদের সার্বক্ষণিক খোঁজ রাখার জন্য। আগামী দিনেও তাদের পাশে থাকবো। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে নৃশংসভাবে খুনের শিকার বাবু গাজীর বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময়ে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, সদস্য বাবুল গাজী, বিএনপি নেতা আ. জলিল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রাঢ়ী, হারুণ পাঠান, পৌর যুবদলের সাবেক  যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, উপজেলা ছাত্রদলের তারেক হোসেন, মনির হোসেন, মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের  বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শতাধিক মসজিদে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও তবররুক বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের তত্ত্বাবধানে এসব দোয়ানুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার নেক হায়াত ও সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্বাস্থ্য কামনা, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা, পৌর  বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়