প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর অযাচক আশ্রমে আজ দুদিনব্যাপী ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলন শুরু](/assets/news_photos/2022/11/17/image-26085.jpg)
চাঁদপুর অযাচক আশ্রমে দুদিনব্যাপী ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের ন্যায় বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় ‘পুণ্য জন্মস্থান’ চাঁদপুর অযাচক আশ্রমের সহযোগিতায় এ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০টি অখণ্ডমণ্ডলী, আঞ্চলিক, জেলা, উপজেলা সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রায় ২শ’ জনপ্রতিনিধি, ভ্রাতা, ভগ্নি অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে সান্ধ্যকালীন উপাসনা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলন উপলক্ষে সাংগঠনিক অধিবেশনের শুভারম্ভ ও রাত ৯টা ৩০ মিনিটে অধিবেশনের মুলতবি। পরদিন ১৮ নভেম্বর শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলন উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমবেত উপাসনা, বেলা ১১টায় ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলনের শুভ উদ্বোধন, বেলা ১২টা ৪৫ মিনিটে শান্তি বাচনের মাধ্যমে ২ দিনব্যাপী ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড সম্মেলনের শুভ সমাপ্তি। উল্লেখ্য, শত বছর পূর্বে অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য, প্রেম ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি বছর এই অখণ্ড সম্মেলন আয়োজনের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বৃহত্তর চাঁদপুর অঞ্চলের সকল ভ্রাতা ও ভগ্নিদেরকে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন (বাসঅস)-এর সভাপতি প্রবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সুজিত কুমার দে এবং পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক তাপস কুমার দাস এবং চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টির সচিব ও বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মৃণাল কান্তি দাস।