প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেণু দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১৪ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মুক্তার আহমেদ, সদস্য সহকারী অধ্যাপক জয়ন্তী রানি সাহা, সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির, সহকারী শিক্ষক রীনা রানি বণিক প্রমুখ।