প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০
‘মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল ২৭ আগস্ট শনিবার বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক নুরুন নাহার ডলি। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য নুসরাত জাহান সামিয়া। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।