প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
‘রক্তদানে বাঁচবে প্রাণ-করবো মোরা রক্তদান’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর ৩য় বছরে পদার্পণ করেছে। সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় হাইমচর বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের কর্মীরা রোগীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। ইতিমধ্যে সংগঠনটি সিলেট, কুঁড়িগ্রাম ও হবিগঞ্জে অসহায়দের পাশে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। মানুষ মানুষের সেবায় রক্তদান করা সাওয়াবের কাজ। তিনি আরো বলেন, যুবকরা ভালো কাজ করলে তাদের উৎসাহ দিতে হয়। যুবকরা যে সমাজে ভালো কাজে অগ্রগামী সে সমাজ তত উন্নত। তিনি বলেন, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন কিশোর গ্যাং নয়, স্বেচ্ছাসেবী রক্তদাতা। তারা মানুষের দুঃখের সময় পাশে থাকে। আর কিশোর গ্যাং স্কুল, কলেজের সামনে আড্ডা মারে। সারাক্ষণ অপরাধের সাথে জড়িয়ে থাকতে চায়।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান শিকদার, হাইমচর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান কবিরাজ, চাঁদপুর জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, ইউপি সদস্য মোঃ মিন্টু পাটওয়ারী প্রমুখ।
লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের আয়োজনে ১৯টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৫৩ জনকে চূড়ান্ত পর্যায়ে মনোনীত করে দশজনকে সেরাদের তালিকায় পুরস্কৃত করা হয়। আর অন্যদের সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।