প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি এমএ কুদ্দুস বলেছেন, বর্তমান প্রাকৃতিক যে দুর্যোগের কারণে খরা চলছে, এর প্রভাবে ক্ষেত ধান রোপণ করার অনুপযোগী হয়ে পড়ছে। কোনো কোনো জায়গায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। সেজন্যে তাৎক্ষণিকভাবে সেচ মিটিংয়ের সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক ২-১ দিনের মধ্যেই বেড়িবাঁধের সেচ ক্যানেলে পানি সরবরাহ করা হবে। কৃষক-কৃষাণীদের ক্ষেত তৈরি করে ধান রোপণের প্রস্তুতি নেয়ার জন্যে আহ্বান জানান। ২৪ আগস্ট বুধবার উপজেলায় বর্তমান আমন মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি প্রত্যেক পানি ব্যবস্থাপনা দলগুলোকে সেচ ক্যানেল জরুরি পরিষ্কার রাখার আহ্বান জানান। আর কৃষক-কৃষাণীদের মেইন ক্যানেল থেকে ক্ষেতে পানি নেয়ার জন্যে মাঠনালা পরিষ্কার করে রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি)র সাব এসিস্টেন্ট ইঞ্জিঃ (গও) মোঃ মেহদী হাসান ভূঁইয়া, বিএডিসি চাঁদপুরের ইমরুল কায়েস মির্জা কিরণ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন, এসও জামাল হোসেন, এসও সালাউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, কৃষক প্রতিনিধি মোঃ শামসুদ্দিন খান প্রমুখ।