বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

আবুল খায়ের গ্রুপ চাঁদপুরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ করবে

---------------------সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ

আবুল খায়ের গ্রুপ চাঁদপুরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ করবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, আবুল খায়ের গ্রুপ চাঁদপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ করবে। ইতিমধ্যে তারা আড়াই শ’ বেডের জেলা সদর হাসপাতালে অক্সিজেন সরবরাহের কাজ শুরু করে দিয়েছে। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা ইউনিট চালু হয়ে গেলে সেখানেও তারা অক্সিজেন সাপোর্ট দিবে। এই কাজটি আবুল খায়ের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে করছে। মানবিক এ কাজটি করার জন্যে আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিভিল সার্জন।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে চাঁদপুরে করোনার সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। সংক্রমণের হার ৫০ শতাংশও ছাড়িয়েছে। জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট ৬০ শয্যার। কিন্তু রোগী ভর্তি থাকে গড়ে ৭৫ থেকে ৮০ জন। এখানে হাই ফ্লো অক্সিজেন সংযোজন হওয়ার পরও রোগী বাড়তে থাকায় এতেও কাজ হচ্ছে। মাঝেমধ্যে অক্সিজেনের সংকট দেখা দেয়। এমতাবস্থায় এগিয়ে আসে আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের গ্রুপ হাসপাতালের নিচ তলায় একটি কক্ষ বরাদ্দ নিয়ে এখান থেকেই তাদের অক্সিজেন সরবরাহের কাজটি পরিচালনা করছে। এর দ্বারা এখন আইসোলেশন ইউনিটে রোগীরা নিরবচ্ছিন্ন অক্সিজেন পাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়