প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
সাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো কিশোরের
দুরন্ত কিশোর জিহাদ হোসেন (১২)। জ্বরে আক্রান্ত শরীর নিয়ে বাড়ির সামনে রাস্তাতে যায় নিজের সাইকেল চালাতে। এর মধ্যে সাইকেল থেকে পড়ে গিয়ে নাক-মুখ থেতলে গিয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেবার আগেই কিশোরের মৃত্যৃ ঘটেছে বলে জানান কর্মরত চিকিৎসক। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪ ) বিকেলে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাউড়া গ্রামে। জিহাদ এ গ্রামের বেপারী বাড়ির প্রবাসী মাসুদ হোসেনের সন্তান ও স্থানীয় বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়,, গত ক'দিন ধরে জ্বর-কাশিতে অসুস্থ ছিলো জিহাদ। এর মধ্যে এদিন বিকেলে শখ করে মাকে বলে নিজের বাইসাইকেলটি নিয়ে বাড়ির সামনের রাস্তাতে যায়। এ সময় বাড়ির সামনে মাটির সড়কে সাইকেল চালানোকালে রাস্তায় পড়ে গিয়ে নাকে মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় জিহাদ। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
জিহাদের মা ঝর্ণা বেগম জানান, জিহাদ মৃগী রোগে আক্রান্ত ছিলো। তাছাড়া গত ক'দিন ধরে সে শারীরিকভাবে জ্বরে ভুগছিলো। বিকেলে সে সাইকেল নিয়ে বের হয়। পরে অন্য শিশুদের মাধ্যমে জানতে পারি, জিহাদ সাইকেল নিয়ে পড়ে গেলে তার মাথা ফেটে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। হাসপাতালে সে মারা গেছে। পেছনে দিয়ে আমি হাসাপাতালে এসে শুনি আমার বাবা আর নাই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জিহাদ হোসেনের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কোনো অভিযোগ নেই এবং আদালতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরে আবেদন করার কারণে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।