বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫০

মধ্য তরপুরচণ্ডীতে সম্পত্তিগত বিরোধ

সন্ত্রাসী হামলায় প্রবাসীকে কুপিয়ে জখম।। আহত ৩

সন্ত্রাসী হামলায় প্রবাসীকে কুপিয়ে জখম।। আহত ৩
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের মধ্য তরপুরচণ্ডী গ্যাস কোম্পানি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুবাই প্রবাসী রফিকুল ইসলাম (৪২)কে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য তরপুরচণ্ডী গ্যাস কোম্পানি এলাকার গাজী বাড়ির সম্পত্তি নিয়ে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সাথে বেশ কিছু দিন যাবৎ ঝামেলা চলে আসছে। কিন্তু ওই বাড়ির বাসিন্দা দুবাসী প্রবাসী রফিকুল ইসলাম গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ৩ মাসের ছুটি নিয়ে বাড়িতে আসেন। ছুটি স্বল্প সময়ের জন্যে, তাই অন্যান্যের সাথে আলোচনার ভিত্তিতে নিজের পৈত্রিক সম্পত্তিতে পরিবারের সদস্যদের বসবাসের জন্যে একটি বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। এই অবস্থায় বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) বিকেলে কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহরাব আখন্দ (৫২), আক্তার আখন্দ (৪২), পিতা রুস্তম আখন্দ ও রাজ্জাক বরকন্দাজের নেতৃত্বে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি হামলা করে ঘরবাড়ি লুটপাট করে এবং ব্যাপক তাণ্ডবলীলা চালায়। এই হামলায় বাধা দেওয়ায় উল্লেখিত সন্ত্রাসীরা দুবাই প্রবাসী রফিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে। শুধু তাই নয়, হামলাকারীরা প্রবাসীর ভাই আনোয়ার গাজী ও তার ভাবী নাজমা বেগমকেও মারধর করে।

আহত প্রবাসী রফিকুল ইসলাম জানান, হামলাকারীরা তার বসতঘরে হামলা করে লুটপাট ও ব্যাপক ভাংচুর করে। ঘরে থাকা দুবাই থেকে আনা ৮ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এদিকে তাণ্ডবলীলা দেখে স্থানীয়রা তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়াকে জানালে এএসআই মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত প্রবাসী রফিকুল ইসলাম তার ভাই আনোয়ার গাজী, ভাবী নাজমা বেগম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ঘটনার কথা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আহতরা চাইলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়