প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০১
ফরিদগঞ্জে অভিবাসন সংক্রান্ত বিরোধ নিরসনে কর্মশালা
স্থানীয় পর্যায়ে অভিবাসন সংক্রান্ত বিরোধ নিরসনে জিএমসি সদস্যদের মেডিয়েশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জে সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)-এর আয়োজনে স্থানীয় আইফা কার্যালয়ে দুদিনব্যাপি কর্মশালা বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) সম্পন্ন হয়েছে।
উপজেলার পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ সদস্যের জিএমসি কমিটির সদস্যদের এই কর্মশালায় শেষ দিনে আইনজীবী অ্যাড. ইয়াছিন আরাফাত ইকরাম, একসেস টু জাসটিস- এর প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান ও উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
একসেস টু জাসটিস- এর প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিতে এনজিও সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) ফরিদগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে কাজ করছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট জিএমসি কমিটি গঠিত হয়েছে। তাদের প্রশিক্ষণের জন্যেই ছিলো দুই দিনের এই কর্মশালা।