প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৪
হাজীগঞ্জে নিজ ঘর থেকে মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার
মনির হোসেন মনা (৪৬) নামের একজনের লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের দশানী বাড়ির মনা মিয়ার বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়ির মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।
নিহতের ভাতিজা ইয়াছিন জানান, সকালে ঘুম থেকে না উঠায় মনা মিয়াকে ঘুম থেকে তুলতে ঘরে যান তার চাচী। এ সময় মনা নড়াচড়া না করাতে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে সবাই গিয়ে দেখেন মনার নিথর দেহ বিছানায় পড়ে আছে।
নিহত মনার ভাতিজা অভিযোগ করে বলেন, গত ৩০ নভেম্বর একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশী অপর একটি পরিবারের সাথে মনার পরিবারের মারামারি হয়। ওই সময়ে মনা মিয়াসহ তাদের বেশ ক'জন আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন।
একই ঘটনায় মনাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রতিবেশী ঐ পক্ষটি। এরপরে নিহত মনার পরিবারও নিজেদের নিরাপত্তা চেয়ে চাঁদপুরের আদালতে একটি মামলা দায়ের করেন। গত ১৭ ডিসেম্বর মনা মিয়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে আসেন এবং ১৮ ডিসেম্বর আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন দেন।
নিহত মনার ভাতিজা অভিযোগ করে আরো বলেন, টাকার অভাবে চাচাকে ভালোভাবে চিকিৎসা করাতে পারিনি। যার ফলে তিনি মারা যান। এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দিবো।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিহত মনির হোসেন মনার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু পূর্বের মামলা রয়েছে, তাই ওই মামলায় নতুন করে ধারা অর্ন্তভুক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।