প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯
ফরিদগঞ্জের সাইসাঙ্গায় তা’লীমুল কোরআন নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদরাসার মাহফিল
ফরিদগঞ্জের সাইসাঙ্গা গ্রামে তা’লীমুল কোরআন নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীদের পাগড়ী প্রদান উপলক্ষে ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার মাঠে বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) বিকেল হতে অনুষ্ঠিত মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত শেষে মধ্যরাতে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
সাইসাঙ্গা তা’লীমুল কোরআন নূরানী হাফিজিয়া ক্যাডেট মাদরাসার সভাপতি, ঢাকা মেট্রোপালিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন শিশিরের সভাপতিত্বে মাহ্ফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন কচুয়া নিশ্চিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন চতুরা নূরে মদিনা পাক দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন যুক্তিবাদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরাম। মাহফিলের শেষ পর্বে অত্র মাদরাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ী প্রদান করা হয়।